ভুলতেছি আমি ভুলের রাজ্যে।
তুমি এবং তোমাকে!
ভুলে যাচ্ছি চিহ্ন, ভুলে যাচ্ছি চেহেরা।
ভুলছি, কি ভুল করছি তাতে!
ভুল হচ্ছে দিন রাত, ভুল করতেছি ভুলে!
ভুল হচ্ছে বানান, ভুল কবিতার ছন্দে!
হচ্ছি কি তবে ভুলে? পরিবর্তন
ভুল মানুষে?
কেউ একটু খবর পৌঁচে দিবেন প্লিজ?
মাস্টার বাড়ি উত্তর বিষ্ণুপুর.......
আগুন লেগেছে ভয়ানক, একটা আস্ত হৃদয় জ্বলেপুড়ে ছাড়খার।
 
অনেক হয়েছে অনুরোধ অনুযোগ আর সময়ক্ষেপণের সময় নাই।
হয় ভালবাসার অধিকার দাও।
কাল থেকে তোমার উঠোন জুড়ে আমার অবরোধ হাতে হাতে প্ল্যাকার্ড " দন্তন্য রায় হত্যার বিচার চাই"!
এই ধরেন,
একটা ড্রয়িং, তিনটা বেড, দুইটা বাথ, একটা কিচেন আর তিন চার টা গুলুমুলু এ ঘর-ওঘর, লাফিয়ে-ঝাঁপিয়ে, দাঁপিয়ে বেড়াচ্ছে;
এটা ধরছে,ওটা ভাঙছে, গিন্নি ক্ষেপছে,
সাহেব অবেলায় সোফায় শুধু পরে পরে নাক ডাকছে!
অজান্তে কখন মনের দেয়াল ভেঙ্গে ঘরে ডুকেছিস সে কি খেয়াল আছে তোর?
খেয়ালি মনে আলতোভাবে ছুঁয়ে গেছিস এটা ওটা
ধুলিকণার ন্যায় তোর আঁচলের সাথে নিয়ে গেছিস যা ছিলো মোর।
আর কোন কিছুতেই গা ভাসাই না, ভাল লাগায়, কিবা খুশিতে।
জানি একদিন সময় এসে ঘিরে ধরবে মিস করতে হবে এই ভাল লাগা,এই সময় কে।
আমিও তাদের দলে যাদের আপন করে হতে নেই।
ভাল লাগা, ভাল সময়, হাসিখুশি রঙ্গিন দিন।
তাদের দলে আমি, ভাল, সুন্দর কিছু থাকতে নেই।
তাই আর কোন কিছুতেই গা ভাসাই না, জানি নয়তো মিস করতে হবে সব একদিন।

এভাবেই চলছে তো বেশ, কোন পিছুটান নেই।
অতীত বলে কিছু নেই, থাকবে না কোন দিন।

সুখে আছি!

আপনি এখন কেমন আছেন?
নিশ্চই সময় মত খাচ্ছেন দাচ্ছেন
নিয়মিত ক্লাস করতেছেন, ক্লাস শেষে ক্যাম্পাসে আড্ডা দিয়ে
দেরি করে বাসায় ফিরে রাত দুপুর পর্যন্ত ফেসবুকে চ্যাট করে
শেষ রাতে ঘুমাতে যাচ্ছেন!
আমিও ঠিক তাই!
আগের মতই খাচ্ছি দাচ্ছি, নিয়মিত অফিস যাচ্ছি।
আপনার মতই শেষ রাত পর্যন্ত জেগে থাকি।
না, আপনার মত আড্ডা দেওয়া হয় না, ফেসবুক মেসেঞ্জারেও কোন নোটিফিকেশন আসে না।
জানেন কি ভীষণ একেকটি ভয়ংকর একাকী রাত যায়,
জেগে থাকি আরেকটি নিষঙ্গ দিনের অপেক্ষায়।

ভুলতেছি আমি ভুলের রাজ্যে। তুমি এবং তোমাকে! ভুলে যাচ্ছি চিহ্ন, ভুলে যাচ্ছি চেহেরা। ভুলছি, কি ভুল করছি তাতে! ভুল হচ্ছে দিন রাত, ভুল করতেছ...